হবিগঞ্জে দুই বোন ও পঞ্চগড়ে একজন পুকুরে ডুবে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু গ্রামের কাজী আমিরুল ইসলামের মেয়ে মাহমুদা আক্তার (৪) ও কাজী ইমরানের মেয়ে ফাতেমা আক্তার (৩)। তারা সম্পর্কে চাচাতো বোন।
বিজ্ঞাপন
পরিবারের সূত্রে জানা গেছে, মাহমুদা আক্তার ও ফাতেমা আক্তার সোমবার দুপুরে ঘর থেকে বেড়িয়ে যায়। পরে অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান না পেয়ে বাড়ির পাশে পুকুরে তাদের সন্ধান করেন। পরে পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হবিগঞ্জ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুসমিতা সাহা জানান, হাসপাতালে আসার আগেই শিশুদের মৃত্যু হয়েছে।
হাঁটতে গিয়ে পুকুরে ডুবে সাবেক শিক্ষকের মৃত্যু
পঞ্চগড়ের বোদায় পুকুরে পানিতে ডুবে মারা গেছেন সৈয়দ আলী (৬৬) নামে এক সাবেক মাদ্রাসা শিক্ষক। রোববার (১৬ জুলাই) দুপুরে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের দীঘল গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত সৈয়দ আলী ওই এলাকার মৃত সমির উদ্দীনের ছেলে। তিনি ফুলতলা পানিডুবি দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দ আলী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রোববার বাড়ির পাশের পুকুরের ধার দিয়ে হাঁটার সময় হঠাৎ করে পা পিছলে পুকুরে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা খোঁজ পেয়ে তাকে দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি
আজহারুল মুরাদ/এসকে দোয়েল/এএএ