যে কারণে বরিশালে অপু বিশ্বাস
‘কেমন আছেন মনু? মোরা এহন বরিশালে’। এভাবেই অনর্গল বরিশাল অঞ্চলের ভাষায় কথা বলে বাজিমাত করে গেলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে বরিশালের বটতলায় প্রসাধনী সামগ্রী বিপণন প্রতিষ্ঠান হারল্যানের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
অপু বিশ্বাস বলেন, বরিশালে এর আগে কখনো আসা হয়নি। এবার বরিশালে এসে খুবই ভালো লাগল। এখানে আমার অনেক ভক্ত রয়েছেন। সবাইকে বলতে চাই, হারল্যানের পণ্য ব্যবহার করবেন। এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
এরপর ফিতা কেটে তিনি আউটলেটটির উদ্বোধন করেন এবং ঘুরে দেখেন।
যদিও এ সময় চিত্রনায়িকা অপু বিশ্বাস তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা লাল শাড়ি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
হারল্যান স্টোরের হেড অব অপারেশনস আব্দুল আলীম শিমুল বলেন, জেলা শহরের পাশাপাশি বড় শহরগুলোতে হারল্যানের মানসম্মত পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব স্টোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবহারকারীদের চাহিদার কথা বিবেচনা করে সাজসজ্জার নানা অনুষঙ্গ আমরা নিয়ে এসেছি।
এদিকে, অপু বিশ্বাসকে দেখতে দুপুর থেকেই বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সী তরুণ-তরুণীরা ওই শো-রুমের সামনে ভিড় করেন।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ