কুমিল্লার ময়নামতি জেনারেল হাসপাতালের ভল্ট থেকে চুরি হওয়া ১০ লাখ টাকার মধ্যে এখন পর্যন্ত সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এসময় একজনের কাছ থেকে সাড়ে ৩ লাখ এবং অপর আরেকজনের কাছ থেকে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

আটককৃতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি উপজেলার ফরিজপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২২) এবং একই এলাকার মাহবুবুর রহমানের ছেলে সাব্বির হোসেন (২৩) (দুইজনের নামই সাব্বির)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির ঈদের ছুটিতে যাওয়ার আগে হাসপাতালের ভল্টে নগদ ১০ লাখ ২৫০ টাকা রেখে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। ঈদের পরে গত সোমবার (২ জুলাই) সেসব টাকা চুরি হয়েছে মর্মে জানা যায়। এ ঘটনার পর কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করে হাসপাতালের নির্বাহী বিভাগ।

মামলার পর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে সাব্বির নামক ২ চোরকে শনাক্ত করে পুলিশ। পরে গত বুধবার(৪ জুলাই) এ ঘটনায় জড়িত সাব্বির (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ তিন লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে শনিবার বিকেলে কুমিল্লার টিপরা বাজার থেকে অপর চোর সাব্বিরকেও(২৩) গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়।

এ নিয়ে চুরি যাওয়া ১০ লাখ টাকার মধ্যে মোট সাড়ে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আরিফ আজগর/এমজে