চাকরির পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন নয়ন
ঢাকায় চাকরির পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন নজরুল ইসলাম নয়ন (২৭)। নিখোঁজের ছয় দিন পর কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নয়ন শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের নরকলিকতা গ্রামের সিরাজুল ইসলাম ব্যাপারীর ছেলে। কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর গত ২ জুলাই নয়নের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। সোমবার (৩ জুলাই) নজরুল ইসলাম নয়নের মরদেহ শরীয়তপুরের নড়িয়া উপজেলার নর কলিকাতা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিজ্ঞাপন
নয়ন শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সম্পন্ন করে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেছিলেন।
নিহত নয়নের পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ জুন ঢাকায় একটি সরকারি (বিটিসিএল) চাকরির পরীক্ষা দিতে যান নয়ন। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তার বাবাকে মুঠোফোনে বলেন ‘আমি বাড়িতে রওনা করলাম’। এর আধা ঘণ্টা পর থেকেই নয়নের মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তাকে কোথাও খুঁজে না পাওয়ায় মিরপুর থানায় একটি মিসিং ডায়েরি করেন নয়নের খালু আব্দুস সাত্তার মিয়া। পরে গত ১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পাওয়া যায় টেকনাফ পাহাড় থেকে একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপর নড়িয়া থানা পুলিশ জানায় টেকনাফের পাহাড়ে নয়নের মরদেহ পাওয়া গেছে। পরে ২ জুলাই আব্দুস সাত্তার মিয়াসহ নিহতের স্বজনরা টেকনাফ থানায় গেলে তাদের কাছে নয়নের মরদেহ হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় আব্দুস সাত্তার মিয়া বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নয়নের বাবা সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে পড়াশোনা শেষ করে ঢাকায় তার খালুর বাড়িতে থেকে চাকরির পরীক্ষা দিয়ে আমাকে ফোন করে বলেছিল বাবা আমি বাড়ি আসতেছি। এই কথা বলার কিছুক্ষণ পর থেকে আমার ছেলের মোবাইল বন্ধ পাওয়া যায়। আমার ছেলে সহজ-সরল ছিল। আমার ইঞ্জিনিয়ার ছেলেকে কারা যেন হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যাকারীদের ফাঁসি চাই।
মামলার বাদী ও নিহতের খালু আব্দুস সাত্তার মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমার বাড়িতে এক দিন থেকে নয়ন বিটিসিএলের চাকরির পরীক্ষা দিয়ে শরীয়তপুরের উদ্দেশ্য গত ২৫ জুন বের হয়। তারপর থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আমি থানায় মিসিং ডায়েরি করেছিলাম। খুব ভালো একটা ছেলে ছিল নয়ন। নয়নকে হত্যাকারীদের ফাঁসি চাই।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, কক্সবাজারের টেকনাফে নরকলিকাতা গ্রামের নজরুল ইসলাম নয়নের মরদেহ পাওয়া গেছে এমন সংবাদ পেয়ে আমরা নয়নের স্বজনদের জানালে তারা গিয়ে মরদেহ নিয়ে এসেছে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা হয়েছে বলে শুনেছি। নয়নের মরদেহ দাফন করা হয়েছে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, কেরুনতলি এলাকার পশ্চিম পাহাড় থেকে একটি মরদেহ উদ্ধার করার পর আমরা মরদেহের হাতের আঙুলের ছাপ পরীক্ষা করে জানতে পারি নিহত ব্যক্তি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের বাসিন্দা। মরদেহ সুরতহালের পর ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আব্দুস সাত্তার মিয়া নামে একজন এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাইফুল ইসলাম সাইফ রুদাদ/এমজেইউ