নিহত ফরিদা ইয়াসমিন

রাজশাহীর বাগমারা উপজেলায় বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় ফরিদা ইয়াসমিন (৪২) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই ছেলে রাশিদুল বাসার ও রাফিউল বাসার আগুনে পুড়ে আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিট থেকে ঢাকায় পাঠানো হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাদারিগঞ্জ বাজারের আশা সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদা ইয়াসমিন দুর্গাপুর উপজেলার শিবপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে বিশেষজ্ঞ এজাজুল বাশার স্বপনের স্ত্রী। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঈদুল আজহার দিন তারা বাড়িতে পশু কোরবানি দেন। কোরবানির মাংস রান্না করে পরিবারের সকলে মিলে রাতে খাওয়া-দাওয়া করেন। খাওয়া দাওয়া শেষে এজাজুল বাশার স্বপন রাজশাহী নগরীর বাসায় চলে যান। আর শিক্ষিকা মা ও দুই ছেলে আলাদা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে চুলা থেকে বাড়িতে আগুন লেগে যায়। এরপর মা ফরিদা ইয়াসমিন শয়নকক্ষেই ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যান। পাশের কক্ষে থাকা দুই ছেলেও আহত হন। তারা বাসার ছাদে উঠে নিচে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন।

পরে রাত পৌনে ৩টার দিকে তাদের উদ্ধার করে এলাকাবাসী রামেক হাসপাতালে পাঠায়। তাদের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক। তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ফরিদার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই ছেলে আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ বাড়িতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শাহিনুল আশিক/আরএআর