রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় সজীব মোল্লা (২৪) নামে এক নৌবাহিনীর কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার কল্যাণপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব কল্যাণপুর নতুনরাস্তা এলাকার লোকমান মোল্লার ছেলে। তিনি নৌবাহিনীর এন্টি অফিসার ছিলেন।

প্রত্যক্ষদর্শী নীরব ব্যাপারী জানান, দুপুরে সজীব ও তার বন্ধু সাহিদুল কল্যাণপুর নতুনরাস্তা এলাকা থেকে কল্যাণপুর বাজারের দিকে যাচ্ছিল। সজীব মোটরসাইকেল চালাচ্ছিল ও সাহিদুল পেছনে বসেছিল। তারা কল্যাণপুর বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সজীব মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপরে পড়লে মাইক্রোবাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যায়। আর সাহিদুলকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

নিহত সজীবের বাবা লোকমান মোল্লা বলেন, খুলনার নৌঘাঁটি বানৌজা তিতুমীরে ৬ মাসের ট্রেনিং শেষে চলতি মাসের ৪ তারিখে বাড়িতে আসে সজীব। আরও ৬ মাসের ট্রেনিংয়ের জন্য জুলাই মাসের ৪ তারিখে তার চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাইয়ে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সে তার বন্ধু সাহিদুলকে সঙ্গে করে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল।

আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. রাকিব হোসেন বলেন, নিহত সজীবের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় তা আটক করা যায়নি। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, সজীব নৌবাহিনীতে অফিসার হিসেবে সম্প্রতি চাকরি পেয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। প্রশিক্ষণ শেষ করে তিনি কয়েকদিন আগে বাড়িতে এসেছিলেন।

মীর সামসুজ্জামান/আরকে