ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৮ জুন) সকালে জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক এবং কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে শুধু একজনের নাম জানা গেছে। তিনি হলেন জুলেখা বেগম (৪০)। তার বাড়ি কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায়।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জের মাধবপুর থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বুধন্তি এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় চালকসহ অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
ওসি আরও জানান, সকাল ৯টায় সৈয়দাবাদ বাস স্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে চালকসহ তিন যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাহাদুর আলম/আরকে