জমি দখলকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় শাল্লা থানা পুলিশের এসআই আলীম উদ্দিনসহ অনেকেই আহত হয়েছেন। গুরুতর আহত এসআই আলীম উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সাতপাড়া বাজারে পার্শ্ববর্তী কার্তিকপুর গ্রামের হাজী মুজিবুর রহমান ও লিক্সন মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতপাড়া বাজার সংলগ্ন কার্তিকপুর গ্রামের হাজী মুজিবুর রহমান, ফারুক মিয়া ও একই গ্রামের লিক্সন মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে বিরোধকৃত জায়গায় লিক্সন মিয়া লোকজনসহ ঘর তৈরি করতে গেলে মুজিবুর রহমানের লোকজন বাধা দেওয়ায় সংঘর্ষ বাধে।

দুই পক্ষের প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে সাবেক এক ইউপি সদস্য নিহতসহ অনেকেই আহত হয়েছেন। খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, সাতপাড়া বাজার থেকে আদিত্যপুরগামী রাস্তার পাশের কিছু জায়গার দখল নিয়ে উভয়পক্ষের লোকজন সকালে সংঘর্ষে জড়ায়। এতে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহতরা যাতায়তের সুবিধার কারণে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বাজারে চিকিৎসা সেবা নিয়েছেন। 

শাল্লা থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম বলেন, ঘর নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান নিহত হয়েছেন। এছাড়াও আমার পুলিশ সদস্যসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ গুলি ছুড়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। 

সোহানুর রহমান সোহান/এমএএস