রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় ট্রাকচাপায় নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুন) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাইপাস সড়কে ও দুপুরে সদর উপজেলার চন্দনী চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদৎ মেম্বারপাড়ার মৃত ভোলাই মণ্ডলের ছেলে আনু মণ্ডল (৫৫) ও পাংশা উপজেলার হোসেনডাঙ্গা গ্রামের বাসিন্দা চন্দ্রিকা রানী (২৮)।

নিহত আনু মণ্ডল ফেরিতে হকারি করে কলা বিক্রি করতেন এবং চন্দ্রিকা রানী পোস্ট অফিসে চাকরি করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার ভোর ৬টার দিকে আনু মণ্ডল দৌলতদিয়া বাইপাস সড়কের ডান পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলিয়ে গেছে। এ ঘটনায় নিহত আনু মণ্ডলের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

অপরদিকে, পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এস আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন পোস্ট অফিসের কর্মচারী অমি বিশ্বাস ও তার সহকর্মী চন্দ্রিকা রানী। পথে চন্দনী চাঁদপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চন্দ্রিকা রানী।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মীর সামসুজ্জামান/এমজে