মাদারীপুর পৌরসভায় ভবনের কাঁচা ঢালাইয়ের একটি অংশ মাথায় পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম তানভীর হাওলাদার (২৯)। শনিবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার থানতলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানভীর হাওলাদার পৌরসভার ৭নং ওয়ার্ডের মজিবুর হাওলাদারের ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, থানতলি এলাকার মজিবুর হাওলাদারের বাড়ির একতলা ভবনের ছাদ ঢালাই দেওয়ার কাজ কয়েকদিন আগে শেষ হয়। শনিবার বিকেলে তার ছেলে তানভীর হাওলাদার ঢালাইয়ের ওপরে রাখা একটি বাঁশ সরাতে গেলে ইটসহ ঢালাইয়ের অংশ তার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই রবিউল বলেন, ছাদের ঢালাইয়ের ওপর বাঁশ সরাতে গেলে একপর্যায়ে মাথার ওপর ঢালায়ের অংশ পড়ে আহত হয় তানভীর। পরে আমরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, একটি ভবনের ঢালাইয়ের বাঁশ সরাতে গিয়ে ঢালাইয়ের একটি অংশ পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোনও অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাকিব হাসান/টিএম