বরিশালের মেহেন্দিগঞ্জে যাত্রীদের নামিয়ে দেওয়ার পর ঝড়ে একটি লঞ্চ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাজিরহাট থানা এলাকার মেঘনা নদীর শাখা নদীতে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া লঞ্চটির নাম এমভি ইনজাম। লঞ্চটি হিজলা-বরিশাল রুটে চলাচলা করতো।  

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আংশিক ডুবে যাওয়া লঞ্চটির পানি অপসারণের কাজ চলছে। এমভি ইনজাম হিজলার টেক থেকে ১৫-২০ জন যাত্রী নিয়ে কাজিরহাটের লতা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ঘাটে পৌঁছানের আগেই আবহাওয়া খারাপ হতে থাকে। চালক পূর্ভাভাস বুঝতে পেরে নদীর চরে উঠিয়ে দেন। যাত্রীরা লঞ্চ থেকে নিরাপদে নেমে যান। কিছুক্ষণ পর ঝড় শুরু হলে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়।
 
কাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। তবে সবাই লঞ্চ থেকে নেমে যাওয়ার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

হিজলা-বরিশাল রুটে চলাচলকারী এমভি ইনজাম লঞ্চের সুকানি নিজাম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে হিজলা থেকে ১৬ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সকাল সাড়ে ৭টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ঝড় শুরু হয়। এতে লঞ্চের তলা ফেটে যায়। দ্রুত আমরা পাড়ে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেই৷ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

সৈয়দ মেহেদী হাসান/আরএআর