ভারসাম্যহীন নারী ও নবজাতককে উদ্ধার করল পুলিশ
কুড়িগ্রাম পৌর শহরের একটি পরিত্যক্ত স্থানে এক মানসিক ভারসাম্যহীন নারী ছেলেসন্তান প্রসব করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় মা ও নবজাতককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেছে সদর থানা পুলিশ।
শনিবার (২৭ মার্চ) ভোররাতে শহরের জয়বাংলার মোড়ে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, ভোররাতে পরিত্যক্ত স্থানে মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান প্রসব করেছেন। এ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মা ও নবজাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারী তার নাম-ঠিকানা কিছুই বলতে পারছেন না।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. মোকতার হোসেন জানান, নবজাতকের ওজন এক কেজির একটু বেশি। নবজাতকটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সব ধরনের চিকিৎসা অব্যাহত রয়েছে তার জন্য।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালে পুলিশ মোতায়েন রয়েছে দেখভাল করার জন্য, যেন কেউ নবজাতককে চুরি করতে না পারে। অনেকেই নবজাতকটিকে নিতে যাচ্ছেন।
তিনি আরও বলেন, ওই নারী শুধু তার বাড়ি উলিপুর উপজেলায়, এতটুকুই বলতে পারছেন। তাদের চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।
জুয়েল রানা/এনএ