দুর্ঘটনার পর মাইক্রোবাসটিতে লেগে যায়

রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামকে প্রধান করে শুক্রবার (২৬ মার্চ) বিকেলে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এরই মধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। প্রতিবেদন দাখিল করতে কোনো সময়সীমা দেওয়া হয়নি। তবে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষে করে প্রতিবেদন দেওয়া হবে। 
জেলা প্রশাসনের তরফ থেকে দুর্ঘটনায় হতাহতদের সার্বিক সহায়তাও করা হবে। 

এর আগে দুপুর পৌনে ২টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালী থানার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনার পর আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদের মধ্যে ছয়জন মারা যান। পরে আগুনে পোড়া মাইক্রোবাস থেকে নারী ও শিশুসহ ১১ জনের মরদেহ  উদ্ধার করা হয়। 

নিহতরা রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। চার পরিবার তাদের ছেলে-মেয়েদের নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে রাজশাহীতে আসছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান তারা।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর