প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঝেরপাড়ার হাবিবুর রহমানের ছেলে হুসাইন (৮) ও একই এলাকার তরিকুল ইসলামের ছেলে সিহাব (৮)। এরমধ্যে হুসাইন ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি এবং সিহাব স্থানীয় একটি মাদরাসায় নূরানী বিভাগে পড়াশোনা করতো।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) নিরব হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ দুপুরে সিহাব ও হুসাইন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। অনেক সময় অতিবাহিত হলে বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি শুরু করে দুই পরিবারের সদস্যরা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে গ্রামের লোকজন পুকুরে গোসল করতে নামলে দুজনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে নিহতদের বাড়িতে নিয়ে যায়।

এদিকে, একসঙ্গে দুইজনের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে কান্না থামছে না দুই পরিবারের।

দর্শনা পৌরসভার ৯নং ওয়ার্ড কমিশনার মো. আশুর উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, বেশ কয়েক মাস ধরে পুকুর কাটছিলেন জমির মালিকরা। তারপর কাজ বন্ধ ছিল। সেই স্থানে জমা পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।

আফজালুল হক/এমজেইউ