মানুষকে সচেতন করতে মাঠে নামলেন পুলিশ সুপার
‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ স্লোগানে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবিলায় সবাইকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে করোনার বিষয়ে জনসচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালন করেন পুলিশ সদস্যরা।
বিজ্ঞাপন
শহরের জনতা ব্যাংকের মোড়, ভাংগা রাস্তার মোড়, হাজি শরিয়তুল্লাহ বাজারে আসা সাধারণ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপার আলিমুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সাহা, টিআই তুহিন লস্কর, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন, পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি।
এ সময় জেলা পুলিশের উদ্যোগে পথচারী ও রিকশা-অটোতে চলাচলকারীদের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি করোনার ভয়াবহতার বিষয়ে মাইকিং করা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, করোনা সচেতনতায় নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের উদ্দেশ্যে হলো জনসাধারণকে করোনার বিষয়টি আবারও মনে করিয়ে দেওয়া, যাতে তারা সরকারি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন। আমরা চাই না আর কারও প্রিয়জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করুক।
ফরিদপুরের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট হাজার ৫২৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৩৩৭ জন। এছাড়া জেলায় করোনায় মারা গেছেন ১২৩ জন।
বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৫০ জন। করোনা পরীক্ষার হিসাব অনুযায়ী জেলায় আক্রান্তের হার ২১.৩৯, এর বিপরীতে মৃত্যুর হার জেলায় ১.৪০। শুরু থেকে এ পর্যন্ত জেলায় ৩৮ হাজার ৮৯৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার ইনচার্জ নূরে আলম ফকির বলেন, পুলিশ সুপার আলিমুজ্জামান স্যারের নেতৃত্বে সমগ্র জেলায় সাধারণ মানুষের মাঝে প্রায় সাত হাজার মাস্ক বিতরণ করা হয়। এছাড়া সবাইকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন হাটবাজারে মাইকিং, প্রচারণা ও মাস্ক বিতরণ।
বি কে সিকদার সজল/এএম