প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালতির পানিতে ডুবে আফিম উদ্দিন নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকেলে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

শিশু আফিম উদ্দিন উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামের পল্লি চিকিৎসক নাসিম উদ্দিনে ছেলে।

নাসিম উদ্দিন বলেন, আমি কাজের জন্য বাইরে ছিলাম। আমার ছেলে আফিম উদ্দিন বাড়ির আঙিনায় থাকা বালতিভর্তি পানি নিয়ে খেলছিল। এ সময় হঠাৎ বালতির মধ্যে পড়ে যায় আফিম। কিছুক্ষণ পর স্বজনরা টের পেয়ে উদ্ধার করে দেখতে পান, আমার ছেলে আর নেই।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, বাড়িতে থাকা লোকজন কাজে ব্যস্ত ছিল। প্রতিদিনের ন্যায় ছেলেটি একা একা খেলছিল। হঠাৎ কীভাবে বালতির পানিতে ডুবে যায়। পানিতে ডুবে যাওয়ার অনেক পরে খোঁজাখুঁজি করে বালতি থেকে উদ্ধার করা হয়।

মনকষা ইউনিয়ন পরিষদের সদস্য জেম আলী ও শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. জাহাঙ্গীর আলম/এমজেইউ