বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপি মাটি ও মানুষের দল। গত ১৫ বছরের আন্দোলনে কখনও কখনও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছিল, কিন্তু বিদেশি সহযোগিতার কারণে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এখন বাংলাদেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তারা আর এই দুর্নীতিবাজ, স্বেচ্ছাচার, নিশিরাতের সরকারকে দেখতে চায় না। আমাদের আশা খুব দ্রুতই এই সরকারকে স্বেচ্ছাচারিতা ছেড়ে নিরাপদে চলে যেতে হবে।

শনিবার (২০ মে) দুপুরে দশ দফা দাবিতে পাবনা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গায়েবি মামলায় নির্বিচারে বিএনপি নেতাদের গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল থেকে জেলার ৯টি উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয় এসে অবস্থা নেয়। পরে অনুষ্ঠিত হয় জনসমাবেশ।

জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়াপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ ওবায়দুর রহমান চন্দন।

সমাবেশে অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস বলেন, অতীতের কোনো আন্দোলনই ব্যর্থ হয়নি। চলমান আন্দোলন দেশে গণতন্ত্র ফেরানোর আন্দোলন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন। জনজীবনে শান্তি ফেরানোর আন্দোলন। এই আন্দোলনও ব্যর্থ হবে না। অবৈধ সরকার, জোরপূর্বক, চক্রান্তমূলকভাবে ক্ষমতা দখল করে রেখেছে। তাদের পদত্যাগ করিয়ে একটা নিরপেক্ষ সরকারের দাবি বিএনপি জানিয়ে আসছে। এ দাবি এখন শুধু বিএনপির নয়, আপামর সাধারণ মানুষের। এই আন্দোলনের সফলতা আসবেই।

জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের সঞ্চালনায় সমাবেশে সাবেক সাংসদ কেএম আনোয়ারুল ইসলাম, সাবেক সাংসদ সেলিম রেজা হাবিবসহ জেলার শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

রাকিব হাসনাত/এমএএস