জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধানবোঝাই ট্রলি উল্টে ধানের বস্তার নিচে চাপা পড়ে এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নলডাঙ্গা গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিক হলেন আলম হোসেন (৪০)। তিনি নলডাঙ্গা গ্রামের মৃত মাজেম হোসেনের ছেলে। তিনি ধান কাটা ও মাড়াইয়ের শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমসহ কয়েকজন শ্রমিক আমিড়া গ্রামের মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করেন। বিকেলে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষ হয়। পরে ধানের বস্তাগুলো একটি ট্রলিতে তুলে নিয়ে জমি মালিকের বাড়িতে ফিরছিলেন তারা। শ্রমিকেরা সবাই ট্রলিতে থাকা ধানের বস্তার ওপর বসেছিলেন। ধানবোঝাই ট্রলিটি নলডাঙ্গা গ্রামের মোড়ে এসে উল্টে যায়। এসময় অন্য শ্রমিকেরা উল্টো দিকে লাফ দিলেও আলম হোসেন ধানের বস্তার নিচে পড়ে যান। তবে অন্য শ্রমিকেরা কেউই আলম হোসেনকে ধানের বস্তার নিচে চাপা পড়তে দেখেননি। অন্য শ্রমিকেরা ভেবেছিলেন আলম হোসেন ঘটনার পর বাড়িতে চলে গেছেন। প্রায় আধাঘণ্টা পর উল্টে যাওয়া ট্রলি সরাতে গিয়ে ধানের বস্তার নিচে আলম হোসেনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

চম্পক কুমার/কেএ