পৌরসভা নির্বাচন
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আ.লীগের মেয়র প্রার্থীকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে গোপালদী পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী এমএ হালিম শিকদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন।
আচরণবিধি না মেনে প্রতীক বরাদ্দের আগেই দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল ও সভা-সমাবেশ করার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে গোপালদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ৭ মে বিকেলে আড়াইহাজার উপজেলার দুইটি পৌরসভা (আড়াইহাজার ও গোপালদী) নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী মিছিল বের করেন। ওই মিছিলটি আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার বাজার এলাকা থেকে শুরু হয়ে গোপালদী পৌরসভার গোপালদী বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে দুই প্রার্থী উপস্থিত ছিলেন। মিছিলটিতে নেতৃত্ব দেন আড়াইহাজারের সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-২) নজরুল ইসলাম বাবু। এছাড়া প্রতীক বরাদ্দের আগেই গোপালদী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হালিম শিকদার প্রায় সময় মিছিলসহ পথসভা এবং উঠানবৈঠক করছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
উল্লেখ্য, এর আগে হালিম শিকদার চুরির অপবাদে ৩ মাদরাসা শিক্ষার্থীকে রশি দিয়ে বেঁধে পুরো গ্রাম ঘুরিয়ে বাজার এলাকায় এনে চুল কেটে দেন। ওই বিষয়ে মামলা হলেও অধরা ছিলেন হালিম শিকদার। গর্হিত ওই ঘটনায় এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠলে গা ঢাকা দিয়েছিলেন হালিম শিকদার।
আবির শিকদার/এমজেইউ