নদীতে গোসলে নেমে প্রাণ গেল শিশুর
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সোনাভরি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নাহিদ হাসান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) বিকেলের দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সোনাভরি নদীতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই ইউনিয়নের ধনারচর গ্রামের নজরুল ইসলাম-নাজমা দম্পতির ছেলে। বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ব্রহ্মপুত্রের শাখা নদীতে অনুসন্ধান চালিয়ে নাহিদের মরদেহ উদ্ধার করে। রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ধনারচর গ্রামের পাশে সোনাভরি নদীতে গ্রামের শিশুরা প্রতিদিন নেমে গোসল করে। শনিবার দুপুরে নিহত নাহিদ ও তার খেলার সাথীরা গোসলে নামে। এ সময় নাহিদ হঠাৎ করে গভীর পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুসন্ধান চালিয়ে নাহিদের মরদেহ উদ্ধার করে।
ওসি রুপ কুমার সরকার বলেন, নিহত শিশু দুপুরের দিকে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেলের দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জুয়েল রানা/এবিএস