রাজবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
রাজবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) জেলার গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় এ ঘটনা ঘটে।
মৃতরা হচ্ছে- গোয়ালন্দ উপজেলার নবুওসিমুদ্দিন পাড়ার বাদল মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (১১) ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী চড়পাড়া গ্রামের হাসান শেখের ছেলে ইয়াছিন শেখ(২)।
বিজ্ঞাপন
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, স্কুলছাত্র মিরাজ স্কুল থেকে বাড়ি ফিরে পুকুরে বন্ধুদের সঙ্গে নেমে আর উঠে আসেনি। বিকেল ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে এক ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা আলমগীর বলেন, দুপুরে খেলা করতে গিয়ে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় শিশু ইয়াছিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মীর সামসুজ্জামান/আরএআর