ঝিনাইদহে সারবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় সদর উপজেলার বাজার গোপালপুর-কালীগঞ্জ সড়কের আটলিয়া তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার হাজীডাঙ্গা গ্রামের আত্তাব আলীর ছেলে ভ্যানচালক সাদেকুল ইসলাম (৫০) ও চান্দুয়ালী গ্রামের রুবেল হোসেনের স্ত্রী পিংকি খাতুন (২৮)। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ভ্যানটি চারজন যাত্রী নিয়ে আটলিয়া বাজার থেকে চান্দুয়ালী বাজারের দিকে যাচ্ছিল। পথে আটলিয়া তিন রাস্তার মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই পিংকি খাতুন নিহত হন। আহত হন ভ্যানচালক সাদেকুল ইসলাম। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাজার গোপালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম রায় বলেন, খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

আল-মামুন/আরএআর