পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো অর্ধগলিত ইরাবতী প্রজাতির দুটি ডলফিন। এর মধ্যে একটি ৮ ফুট ও অন্যটি ৩ ফুট দৈর্ঘ্যের।

বৃহস্পতিবার (১১ মে) বেলা ১১টার দিকে কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে ডলফিন দুটি ভেসে আসে।

পটুয়াখালী ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, এই ডলফিন দুটি আনুমানিক তিন থেকে চার দিন আগে মারা গেছে বলে ধারণা করছি। ডলফিন দুটি অর্ধগলিত অবস্থায় থাকায় শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা তা বোঝা যাচ্ছে না।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কুয়াকাটা সৈকতে ভেসে আসা ডলফিন দুটি ইরাবতী প্রজাতির। ডলফিন দুটি জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে বলে ধারণা করছি।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছি। ডলফিন দুটি সাগর থেকে তুলে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এমজেইউ