ভাইকে বাঁচাতে বোন এগিয়ে গেলেও ফেরেনি কেউ
চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার বজুরীখোলা গ্রামের কাজী বাড়ি সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই গ্রামের প্রবাসী কাজী সালাউদ্দিনের জমজ সন্তান কাজী সুজাইদ রহমান ও কাজী তোহেরা আক্তার (৬)। তারা কচুয়া বড়ইয়া-কৃষ্ণপুর রেনেঁসা আইডিয়াল একাডেমীতে নার্সারীতে অধ্যয়নরত ছিলো।
বিজ্ঞাপন
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ভূঁইয়া বলেন, জমজ শিশু দুটি সোমবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর প্রথমে বাড়ির পাশে ঘুরতে গিয়ে কাজী সুজাইদ রহমান পুকুরে পড়ে যায়। এ সময় তার বোন কাজী তোহেরা আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে তাদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
এ ব্যাপারে কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা স্কুল থেকে ফেরার পথে রাস্তার পাশে হয়তো পুকুরের পানিতে নেমেছিল। স্থানীয় এক পথচারী পুকুরে পাড়ে তাদের জুতা দেখে ফেলে। পরে তিনি ধারণা করেন এই বাচ্ছা দুটোর জুতা হবে। পরে তিনি তাদের মরদেহ দেখতে পায়। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষে থেকে কোন অভিযোগ করা হয়নি।
আনোয়ারুল হক/এবিএস