বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা গ্রামে আব্দুল গনী নামের এক ব্যক্তির বাড়িতে রান্না করার সময় অসতর্কতাবশত গ্যাসের চুলা থেকে আগুন লেগে যায়। এই আগুনে দগ্ধ হয়ে আব্দুল গনীর স্ত্রী সাফিয়া বেগমের মৃত্যু হয়। 

রোববার (০৭ মে) রাতে বাগেরহাট সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা গ্রামে এই ঘটনা ঘটে।

এসময় বসতঘরে থাকা তার স্বামী আব্দুল গনীসহ অন্য সদস্যরা বাইরে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সাফিয়া বেগম বের হতে না পেরে আগুনের ধোঁয়া ও তাপে মারা যান।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সরোয়ার হোসেন বলেন, রাত আনুমানিক ৮টার দিকে নিজ ঘরে রান্না করছিলেন গৃহিনী সাফিয়া বেগম। অসতর্কতাবশত গ্যাসের চুলা থেকে আগুন লেগে যায়। আগুনে রান্নাঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরেরও বেশ ক্ষতি হয়েছে। 

আগুন লাগার খবর পেয়ে খবর পেয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম ও বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেখ আবু তালেব/কেএ