প্রতীকী ছবি

রংপুর মহানগরীর একটি পুকুর থেকে ফাহিম (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (১ মে) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফাহিম ওই এলাকায় দেড় বছর ধরে ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি নগরীর স্টেশন এলাকায় বলে জানিয়েছে পুলিশ। তিনি এক কন্যাসন্তানের জনক।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, সোমবার দুপুর ১টার দিকে চায়না হলের পাশে ওমর আলী পাম্পের উত্তর পাশে শফিউল্লাহ মিয়ার পুকুরে মরা মাছ ভেসে উঠতে দেখে তা ধরতে নামেন ফাহিম ও তার ভাগনে আল-আমিন। এর মধ্যে পুকুরের কিনারে মাছ ধরতে নেমে ফাহিম হঠাৎ ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যান। সাঁতার না জানায় তিনি আর উপরে উঠতে পারেননি। এ সময় তার ভাগনে আল-আমিনের চিৎকারে সেখানে ছুটে যান এলাকাবাসী। তারা তাকে উদ্ধারের চেষ্টা করেও পারেননি। পরে ঘণ্টাখানেক পর ফাহিমের মরদেহ ভেসে উঠে।

ওসি আরও জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। কোনো অভিযোগ না থাকলে এটি অপমৃত্যু হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ