অভয়াশ্রম চলাকালে চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ৩০ জেলেসহ ১০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জাটকাগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে। এছাড়া এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। সোমবার (২২মার্চ) দিনভর পদ্মা-মেঘনায় অভিযান পরিচালনা করে নৌপুলিশ।

চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত জানান, শিক্ষানবিশ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, মেশকাতুল ইসলাম, রিক্তা খাতুন ও রেশমা চাঁদপুর নৌথানায় মোবাইল কোর্ট বসিয়ে সাজা প্রদান করে। অপ্রাপ্তদের ৬ জনের মুচলেকা রেখে পরিবারের জিম্মায় দেয়া হয়। ২৪ জন জেলেকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া অপ্রাপ্ত জেলেরা হলো, আবুল কালাম (১৩), সজিব বেপারী (১৬), মিলন গাজী (১৬), জুম্মন গাজী (১৪), সুমন দেওয়ান (১৩), আমির হোসেন (১৩)। উভয়দণ্ডে দণ্ডিত হলো, সোহেল বকাউল (৩৫)।

আটক জেলেরা হলেন, মমিন আলী গাজী (৩২), মনির হোসেন সরকার (৩৫), নিজাম তপাদার (৪৫), জাকির সিকদার (৪০), আলাউদ্দিন (৪০), আবুল হোনেন বেপারী (২৬), আবু বকর বেপারী (৩৮), ইমান হোসেন (২০), কাইয়ুম (৩৫), জহিরুল ইসলাম (২০), হান্নান জমাদার (৩৫), খোকন দেওয়ান (৫৫), রহমত আলী (১৬), বিল্লাল হোসেন (২৯), আবুল বকাউল (১৯), ইমন (১৮), হানিফ (২১), ইসমাইল বেপারী (২০), আজিজ সরকার (৩৫), বিল্লাল হোসেন (৩৩), মাহফুজ প্রধান (১৮), সাত্তার (২০) ও দেলোয়ার হোসেন (২০)।

চাঁদপুর নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, মেঘনা নদীর পুরানবাজার রনাগোয়াল, রাজরাজেশ্বর, লালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। দু’মাস অভয়াশ্রম চলাকালে চাঁদপুর নৌপুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম/এমএএস