নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল খালা-ভাগনির
নদীতে গোসল করতে নেমে আফরিন জামান মৌ (১৩) ও সুরাইয়া সূচনা খানম (১৪) নামে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে খালা-ভাগনি।
বুধবার (২৬ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে শরীয়তপুরের নড়িয়া থানার নশাসন ইউনিয়নের শাওডা গ্রামের কীর্তিনাশা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আফরিন জামান মৌ নড়িয়ার কাজি কান্দি গ্রামের কামরুজ্জামান কাজির মেয়ে। সে গাজীপুরের বোর্ড বাজার গোল্ডেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর সুরাইয়া সূচনা খানম নড়িয়ার মোক্তারের চরের খান কান্দি গ্রামের শওকত খানের মেয়ে। সে গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন তালুকদার ঢাকা পোস্টকে বলেন, ঈদ উপলক্ষ্যে নানা নূর মোহাম্মদ দেওয়ানের বাড়িতে বেড়াতে এসে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। বিষয়টি দুঃখজনক। ৪/৫ জন মেয়ে মিলে গোসল করতে নদীতে গিয়েছিল। সাঁতার না জানায় দুইজন পানিতে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন কুমার পোদ্দার ঢাকা পোস্টকে বলেন, দুই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এমজেইউ