গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক দিনে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত কালীগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক চারটি ঘটনা ঘটে।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফায়েজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ওসি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় কাউছার আহমেদ (৩২) নামের এক যুবককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে সেখানে নিয়ে গেলে রাত ৮টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কাউছার আহম্মেদ গাজীপুর জেলার টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার মোহাম্মদ শুক্কুর মোল্লার ছেলে।
ওইদিন দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুরে সেলিনা বেগম (৫০) নামে এক নারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আহতবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত সেলিনা বেগম কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের মেয়ে।
এদিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাও নামকস্থানে ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচদোনাগামী সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক কিশোর (১৮) ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় মিরাজ (১২) নামে আরেক যাত্রী গুরুতর আহত হলে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে সেখানে এসে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এ ঘটনায় একজনের পরিচয় জানা গেলেও অপর যাত্রীর পরিচয় জানা সম্ভব হয়নি। নিহত মিরাজ গাজীপুর জেলার টঙ্গীর চেরাগআলী (কাঁঠালতলা) এলাকার জালাল উদ্দিন ওরফে জলিল মিয়ার ছেলে।
ওসি মুহাম্মদ ফায়েজুর রহমান জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে দুইটি মামলা রুজু হয়েছে।
শিহাব খান/আরকে