নেত্রকোণায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার যাত্রী। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে নেত্রকোণার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা পরিবার পরিকল্পনা ক্লিনিকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শাকিব। তিনি স্থানীয় ইসবপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় আহতরা হলেন, বুগী গ্রামের আব্দুর গফুরের ছেলে আটোরিকশাচালক আমান উল্লাহ, আলীপুর গ্রামের আ. হেকিমের ছেলে আকসামুল, বরুনা গ্রামের ফারুক আহমেদ ও নওপাই গ্রামের আকিব মিয়া।

দুর্ঘটনার পরপরই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময রাস্তার দুই পাশে যাত্রীবোঝাই  শতশত বাস, মিনিবাস ও পিকআপ আটকা পড়ে। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘণ্টা পর যানচলাচল স্বভাবিক করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে অটেরিকশাটি ৬-৭ জন যাত্রী নিয়ে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে আসার পথে উপজেলার গোহালাকান্দা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে  ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাসটি এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। এখন পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জিয়াউর রহমান/এবিএস