নগরীর সোনালী আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়

অসামাজিক কার্যকলাপের অভিযোগ সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। রোববার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নগরীর মহাজনপট্টির সোনালী আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সোনালী আবাসিক হোটেলে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কাজে লিপ্ত আছে- এমন খবর পেয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তিন পুরুষ ও তিন নারীকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নগরীর কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমান। 

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তুহিন আহমদ/আরএআর