পদ্মা সেতু দিয়ে ২ ঘণ্টায় পার হয়েছে ২৭৫৫টি মোটরসাইকেল
মুন্সীগঞ্জে পদ্মা সেতু দিয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ২ হাজার ৭৫৫টি মোটরসাইকেল পার হয়েছে। সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৬টার দিকে টোল প্লাজায় চাপ বেশি থাকাতে আমরা দুটো বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার করছি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের চাপ কমায় এখন একটি বুথ দিয়ে মোটরসাইকেল পার করা হবে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দীর্ঘ ৯ মাস ২৪ দিন পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ার পর আজ সকাল থেকেই সেতুর টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল আরোহীরা ভিড় জমায়। সকাল ৭টার দিকে টোল এলাকায় হাজারো মোটরসাইকেল জড়ো হতে দেখা যায়। অনেকেই আধ ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করে টোল দিয়ে সেতু পার হয়েছে।
বিজ্ঞাপন
সকাল ৭টার দিকে সরেজমিনে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় গিয়ে দেখা যায়, হাজারো মোটরসাইকেলের সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। তারা নিয়ম মেনে নির্দিষ্ট লেনে দাঁড়িয়ে টোল দিয়ে সেতু পার হচ্ছেন। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও সবার মুখেই খুশির ঝিলিক দেখা গেছে।
বরিশালগামী যাত্রী সোলাইমান বলেন, আজ জীবনের প্রথম পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। মোটরসাইকেল নিয়ে যেতে পেরে আমরা অনেক খুশি। আমরা চাই মোটরসাইকেল চালকদের জন্য সব সময় পদ্মা সেতু উন্মুক্ত থাকুক।
গোপালগঞ্জগামী অপর মোটরসাইকেল চালক কামাল হোসেন বলেন, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল নিয়ে পার হচ্ছি এতে আমাদের ঈদ যাত্রায় দুঃখটা অনেক লাঘব হয়েছে। মোটরসাইকেল দিয়ে যেতে না পারলে হয়তো বাস দিয়ে যেতাম। কিন্তু বাসে যেতে সময় বেশি লাগে আবার অনেক কষ্ট হয়। আমরা পদ্মা সেতু দিয়ে সব সময় নিয়ম মেনে মোটরসাইকেলে যেতে চাই।
এ ব্যাপারে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকেই মোটরসাইকেল চালকরা আমাদের দেওয়া নিয়ম মেনে পদ্মা সেতু দিয়ে পার হচ্ছেন। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণভাবে মোটরসাইকেল নিয়ে তারা পদ্মা সেতু পার হচ্ছে। পদ্মা সেতুর প্লাজা এলাকায় আমরা শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছি, সেতুর উপরেও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কাজ করছে।
ব.ম শামীম/আরকে