আশ্রয়ণ প্রকল্পের বালু বাড়ি নিয়ে গেলেন মহিলা মেম্বার
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পারুলা বেগমের বিরুদ্ধে ভূমিহীনদের ঘর বরাদ্দে অনিয়ম ও আশ্রয়ণ প্রকল্পের বালু আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২১ মার্চ) বিকেলে রামচন্দ্রপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্প-২-এর জমি ভরাটের জন্য বরাদ্দকৃত বালু নিজ বাড়িতে নিয়ে যান তিনি। ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সরেজমিনে বিষয়টি দেখেছেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানিয়েছেন, সকাল থেকে মহিলা মেম্বারের স্বামী মুজাম মন্ডল গাড়িতে করে আশ্রয়ণ প্রকল্পের জমি ভরাটের বালু তার বাড়িতে নিয়ে যাচ্ছেন।
আশ্রয়ণ প্রকল্পের বালু নিজ বাড়িতে নেওয়ার কারণ জানতে চাইলে মুজাম মন্ডল বলেন, আমি কিছুই জানি না। মহিলা মেম্বার বালুগুলো বাড়িতে নিতে বলেছেন, তাই নিচ্ছি।
স্বামীর সঙ্গে কথা বলতে দেখে আড়াল থেকে বেরিয়ে আসেন পারুলা বেগম। প্রকল্পের বালু বাড়ি নেওয়ার বিষয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাকে ভূমিহীনদের ঘর নির্মাণের দায়িত্ব দিয়েছেন। এখানকার সব দায়দায়িত্ব আমার। এটি আমার প্রকল্প। প্রকল্পের কাজ করতে গিয়ে আমার ১৫ হাজার টাকা লোকসান হয়েছে। বালুগুলো রাস্তার ওপরে থাকায় সরিয়ে নিতে বলেছেন ইউএনও। তাই বাড়ি নিয়ে যাচ্ছি।
হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, মহিলা মেম্বার আশ্রয়ণ প্রকল্পের জমি ভরাটের বালু নিজে ব্যবহারের জন্য নিয়ে গেছেন। কাজটা ঠিক হয়নি। এটি দুঃখজনক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শাহিন ঢাকা পোস্টকে বলেন, আমি উপজেলায় নতুন এসেছি। ওসব সরকারি বালু কীভাবে রেখে গেছেন সাবেক ইউএনও, আমার জানা নেই। সাবেক ইউএনওর সঙ্গে কথা বলেন।
সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ বলেন, আমি মহিলা মেম্বারকে বালু নেওয়ার অনুমতি দিইনি। সরকারি বালু বাড়িতে নিয়ে তিনি অন্যায় করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
আব্দুল্লাহ আল মামুন/এএম