সাভারের আশুলিয়ায় ভাড়া বাসায় ঢুকে কাপড় কাটার কেঁচি মুখের মধ্যে ঢুকিয়ে বিমল মন্ডল নামে এক প্রতিবন্ধীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

রোববার (১৬ এপ্রিল) রাতে আশুলিয়ার উত্তর জামগড়া এলাকার আবুল ভূঁইয়ার মালিকানাধীন ৪ তলা ভবনের ৩ তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত শ্রী বিমল মন্ডল রাজবাড়ি জেলার নওরা বনগ্রাম গ্রামের মৃত খিতিস মন্ডলের ছেলে। পরপর দুইবার স্ট্রোক করে তিনি প্যারালাইসড ছিলেন। পোশাক শ্রমিক স্ত্রী পারুল ও তার মেয়ে পূর্ণিমাকে সঙ্গে নিয়ে তিনি ওই বাসায় বসবাস করতেন।  

নিহতের মেয়ে পূর্ণিমা বলেন, আমার বাবা কয়েক বছর যাবৎ প্যারালাইসড হয়ে পড়ে আছেন। চিকিৎসার পর সকাল-বিকেল কোনোমতে হাঁটতে পারতেন। আমাদের এমনিতে কোনো শত্রু ছিল না। সন্দেহও করতে পারছি না কাউকে। আমার কাপড় কাটার কেঁচি দিয়েই বাবাকে খুন করেছে।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বলেন, একটি কাপড় কাটা কেঁচি বিমল মন্ডলের মুখের ভেতর ঢুকিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, এখনই কিছু বলা যাচ্ছে না।

মাহিদুল মাহিদ/আরকে