চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে ৬০ লাখ টাকা মূল্যের হেরোইন, ৩০ হাজার পিস ইয়াবা ও ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার (১৫ এপ্রিল) গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর, কিরণগঞ্জ ও তেলকুপি সীমান্ত থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রোববার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর, কিরণগঞ্জ ও তেলকুপি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ৬০০ গ্রাম হেরোইন, ৩০ হাজার পিস ইয়াবা ও ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এছাড়া মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সীমান্তের বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীন।

জাহাঙ্গীর আলম/এবিএস