নারায়ণগঞ্জে শেষ সময়ে ঈদের কেনাকাটায় ক্রেতাদের ঢল নেমেছে। ক্রেতাদের চাপে নগরীর প্রধান সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। তবে মার্কেট-শপিংমলগুলো থেকে ফুটপাতে বসা হকারদের দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো।

শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর থেকে নগরীতে ঈদে কেনাকাটা করতে আসা ক্রেতাদের সমাগম বাড়তে থাকে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ভিড় যানজটে পরিণত হয়।

নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু সড়ক ও নবাব সিরাজউদ্দৌলা সড়কের ১নং রেল গেইট, ২নং রেল গেইট, কালির বাজার, চাষাঢ়া ও ব্যাংকের মোড় ঘুরে এমন দৃশ্যের দেখা মিলেছে। মূলত ছুটির দিন হওয়ায় কর্মজীবী সাধারণ ক্রেতারা তাদের পরিবার পরিজনদের জন্য ঈদের নতুন পোশাক কিনতেই শহরে আসেন। ক্রেতারা তাদের সামর্থমতো পছন্দ করে প্রিয়জনদের জন্য নতুন পোশাক কিনে নিচ্ছেন। তবে আয় অনুসারে মার্কেট-বিপণী বিতানগুলো থেকে নগরীর ফুটপাতের দোকানগুলোতে বেশী ভিড় করছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা। তবে নগরীর বিভিন্ন ব্র্যান্ডশপগুলোতেও ক্রেতাদের উপস্থিতি ছিল বেশ।

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার বাসিন্দা নাইমুল হাসান বলেন, আজ এত মানুষের সমাগম হবে বুঝতে পারিনি। ক্রেতাদের উপস্থিতি বেশি হওয়ায় বিক্রেতারা দাম ছাড়ছেন না। এছাড়া যাতায়াতে পরিবহনও পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কেনাকাটা করতে এসে ভোগান্তি ও হয়রানীর শিকার হতে হচ্ছে অনেককেই। তবে দিন শেষে পরিবারের সদস্যদের হাতে তাদের নতুন পোশাক তুলে দিতে পারলে সব কষ্ট যেন নিমিষেই শেষ হয়ে যায়।

আবির শিকদার/এফকে