মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জেরে হাতবোমা হামলায় মনির চৌকিদার (৩৫) নামের এক মুদি দোকানদার নিহত হয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে মিয়ারহাট লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মনির চৌকিদার উপজেলার মিয়ারহাট চরদৌলতখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকার রশিদ চৌকিদার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরদৌলতখান ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া শিকদারের সাথে একই ইউনিয়নের ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মনির চৌকিদার সোমবার এশার নামাজ শেষ করে দোকানে ফেরার পথে তার দিকে হাতবোমা নিক্ষেপ করেন চাঁন মিয়ার লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় মনিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে মিলন মিয়া বলেন, মনির চৌকিদার আমার সমর্থক ছিলেন। ওরা আমার লোককে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি প্রশাসনের কাছে কঠোর বিচার চাই। 

এদিকে অভিযুক্ত চানমিয়া শিকদার বলেন, আমার লোক তাদেরকে কেন মারবে। উল্টা তারা মেরে আমাদের ফাঁসানোর জন্য এগুলো বলছে।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, বোমার আঘাতে মনিরের মুখমণ্ডল একেবারেই ঝলসে গেছে। ঘটনার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এ ঘটনায় যারা জড়িত, তাদের আটক করতে আমাদের কয়েকটি দল অভিযান শুরু করেছে।

রাকিব হাসান/ওএফ