যশোরে আধঘণ্টার ব্যবধানে ২ যুবককে হত্যা
যশোরে আধঘণ্টার ব্যবধানে ছুরিকাঘাতে দুইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টা ও ৯টার দিকে শহরতলীর ঘুরুলিয়া গ্রাম ও শহরের বারান্দিপাড়া নাথপাড়া এলাকায় এ দুইটি হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন, ঘুরুলিয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে ইউসুফ (২৫) ও শেখহাটি গ্রামের বাচ্চু শেখের ছেলে নাহিদ (১৯)। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এদিন রাত সাড়ে ৮টার দিকে ইউসুফের ছোট ভাই ইউনুছের সাথে পারিবারিক কলহের জের ধরে হাতাহাতি হয়। এসময় ইউনুস তার ভাই ইউসুফের বুকে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর অবস্থায় ইউসুফকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে আধঘণ্টার ব্যবধানে রাত ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা পূর্ববারান্দী নাথপাড়া নদীর পাড়ের মাঠের মধ্যে নাহিদের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারের আওয়াজ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সালাউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তারা মারা গেছেন।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, পৃথক দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে তারা খুন হলেন সে বিষয়ে পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে।
এ্যান্টনি দাস অপু/এফকে