মেঘ দেখে স্বামীকে ডাকতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্ত্রীর

রাজবাড়ীর কালুখালীতে বজ্রপাতে আছমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাওরাইল ইউনিয়নের দক্ষিণ নগর বাথান গ্রামের বিলবারুয়া গড়াই নদীর চরে এ ঘটনা ঘটে।

মৃত আছমা বেগম উপজেলার সাওরাইল ইউনিয়নের দক্ষিণ নগর বাথান গ্রামের কৃষক নজরুল ইসলামের স্ত্রী।

আছমা বেগমের প্রতিবেশী জামাল হোসেন জানান, বিকেলে বিলবারুয়া গড়াই নদীর চরে মাঠে গম কাটছিলেন আছমা বেগমের স্বামী কৃষক নজরুল ইসলাম। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেলে তাকে ডাকতে মাঠে যান আছমা। তিনি স্বামীর থেকে আনুমানিক ২০০ গজ দূরে থাকতেই হঠাৎ বজ্রপাত হয়। বজ্রাঘাতে কান দিয়ে রক্ত বের হয়ে মাঠের মধ্যেই মারা যান আছমা। তখন তার স্বামী দৌড়ে এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাওরাইল ইউনিয়নের ইউপি সদস্য মো.আক্তারুজ্জামান জানান, আকাশে মেঘ দেখে আছমা ভেবেছিলেন বৃষ্টি আসার আগেই স্বামীকে ডেকে বাড়িতে নিয়ে আসবেন। অথচ তিনি নিজেই ফিরলেন লাশ হয়ে। ঘটনাটি খুবই হৃদয়বিদারক। মেঘ-বৃষ্টির সময় সবার সচেতন থাকা উচিত।

মীর সামসুজ্জামান/আরএআর