সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়ার পক্ষের আইনজীবী মিসবাউর রহমান সরে দাঁড়িয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

মিসবাউর রহমান বলেন, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আকবরের পক্ষে আমার করা ওকালতনামা সারেন্ডার করেছি এবং এ-সংক্রান্ত একটি আবেদনও বিজ্ঞ আদালতে দাখিল করেছি।

এর আগে গত ১০ ডিসেম্বর তিনি আকবরের পক্ষে ওকালতনামা জমা দেন।

গত ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট উপজেলার ভারতীয় সীমান্ত থেকে আকবরকে আটক করা হয়। ১০ নভেম্বর তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। ১৭ নভেম্বর ফের তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আকবরের পক্ষে আমার করা ওকালতনামা সারেন্ডার করেছি এবং এ-সংক্রান্ত একটি আবেদনও বিজ্ঞ আদালতে দাখিল করেছি

আইনজীবী মিসবাউর রহমান

চলতি বছরের ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে গুরুতর আহত হন রায়হান। তাকে ওই দিন সকাল ৬টা ৪০ মিনিটে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির পুলিশের সদস্যরা। সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে মারা যান রায়হান।

ঘটনার পর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, নগরের কাস্টঘরে গণপিটুনিতে রায়হান নিহত হন। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, ফাঁড়িতে পুলিশি নির্যাতনে প্রাণ হারান রায়হান।

এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পরে সিলেট মহানগর পুলিশের তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করেন। মামলাটি পুলিশ সদর দপ্তরের নির্দেশে পিবিআইয়ের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক আওলাদ হোসেন শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকাপোস্টকে জানান, মামলার তদন্ত এখনো চলমান। যত দ্রুত সম্ভব আমরা অভিযোগপত্র দেব।

এনএ