বগুড়া জেলায় ‘মুজিববর্ষ’ উপলক্ষে চতুর্থ পর্যায়ে আরও এক হাজার ৩৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেতে যাচ্ছে। এ নিয়ে জেলায় মোট চার হাজার ৯২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়স্থল নিশ্চিত করা হয়েছে।

রোববার (১৯ মার্চ) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

জেলা প্রশাসক জানান, চতুর্থ পর্যায়ে জেলার দশটি উপজেলায় এক হাজার ৩৩০টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২০১টি, আদমদীঘিতে ৮৪টি, ধুনটে ২৮টি, গাবতলীতে ৭০টি, কাহালুতে ১০টি, সারিয়াকান্দিতে ৪১৭টি, শাজাহানপুরে ৭৭টি, শেরপুরে ১৭১টি, শিবগঞ্জে ১১৫টি এবং সোনাতলায় ১৫৭টি ঘর দেওয়া হবে।
 
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ বগুড়ার এক হাজার ৩৩০টিসহ সারা দেশে মোট ৩৯ হাজার ৩৬৫টি ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জ্বল কুমার ঘোষ, সিনিয়র সহকারী কমিশনার নুরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বিএফইউজের নির্বাহী সদস্য আখতাজ্জামান প্রমুখ।

সূত্র : বাসস

এফকে