গাজীপুরে যুবককে গাছে বেঁধে নির্যাতন, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
গাজীপুরের শ্রীপুরে চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে প্রকাশ্যে মারধরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন- প্রহ্লাদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক খান (৫১), ইউনিয়ন যুবলীগের সদস্য আফসার উদ্দিন বাগমারের ছেলে কাউসার বাগমার (৪১), বরকত খানের ছেলে জিয়াউর রহমান খান (৩৮) ও সিরাজ উদ্দিন খানের ছেলে ইজ্জত আলী খান (৩৬)।
শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, যুবককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। পরে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। শনিবার (১৮ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ঢাকার এক ব্যক্তি তার মালিকানাধীন জমিজমা দেখার জন্য বৃহস্পতিবার (১৬ মার্চ) গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুরের দমদমা এলাকায় যান। সেখানে তার ব্যক্তিগত গাড়ি থেকে ৮০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি ব্যাগ চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দমদমা গ্রামের উসমান খানের ছেলে আরিফুল হককে (২৮) বাড়ি থেকে ধরে স্থানীয় খান বাড়ির সামনে নিয়ে গাছে বেঁধে প্রকাশ্যে পেটানো হয়। পরে প্রহ্লাদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন শেখ তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শিহাব খান/এমজেইউ