বগুড়ায় ১৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
বগুড়ায় মো. নাহিদুল ইসলাম নয়ন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জেলার গাবতলী থানার মহিষবান গ্রামে এই ঘটনা ঘটে।
গাবতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহত মো. নাহিদুল ইসলাম নয়ন মহিষাবান ইউনিয়নের মরিয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মহিষবান গ্রামের বাঁশঝাড়ের মধ্যে কয়েকজন ব্যক্তি তাস (জুয়া) খেলছিল। সেখানে নয়ন ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। জুয়াড়িরা নাহিদুল ইসলাম নয়নকে চাঁদা দিতে অস্বীকার করলে নাহিদুল ইসলাম নয়ন ক্ষিপ্ত হয়ে এক জুয়াড়িকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে থাকে। একপর্যায়ে সবাই মিলে তাকে ধারালো ছুরি কুপিয়ে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে তার আত্মীয়স্বজন উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, নয়ন স্থানীয়ভাবে চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ মোট ১৯টি মামলা চলমান।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমজেইউ