মোটরসাইকেল থেকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে বাবার সামনেই ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বাবা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলা সদরের পূর্বমাথায় চাকধ রোডে এ ঘটনা ঘটেছে। ট্রলির চাকার নিচে পড়া ইমতিয়াজকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন নড়িয়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

নিহত ইমতিয়াজ হোসেন (৩০) বরিশাল জেলার গৌরনদী উপজেলার আবু ইউসুফের ছেলে। আহত আবু ইউসুফ নড়িয়ার ইউনুছিয়া কেরাতুল কোরআন মাদরাসার মুহতামিম। তাকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীদের সূত্রে জানা যায়, ইমতিয়াজ ও তার বাবা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। মেইন রোড থেকে গলির ভেতর ঢোকার সময় একটি ট্রলি তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ইমতিয়াজ পড়ে গেলে ট্রলি তার ওপর দিয়ে চলে যায়।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, নিহত ইমতিয়াজের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলির চালক পালাতক রয়েছে। তাকে আটকের চেষ্ট চলছে।

আরকে