আটক ঝুমন দাস আপন (বামে), আল্লামা মামুনুল হক

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করায় ঝুমন দাস আপন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের শাল্লার শাশখাই গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ঝুমন দাস আপন শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের প্রয়াত গোপেশ দাসের ছেলে। 

শাল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সোমবার দিরাই পৌর শহরের স্টেডিয়ামে হেফাজতে ইসলাম আয়োজিত শানে রিসালত সম্মেলনে দেশবরণ্যে আলেম আল্লামা মামুনুল হক বক্তব্য রাখেন। এরপর থেকেই ঝুমন দাস আপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে আল্লামা মামুনুল হককে নিয়ে অশালীন মন্তব্য লিখে পোস্ট করেন। 

তার পোস্টের পর পরই কমেন্ট বক্সে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা বিরূপ মন্তব্য করতে থাকেন। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীসহ সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের নজরে এলে তাকে গ্রেফতারে অভিযানে নামে শাল্লা থানা পুলিশ। পরে তাকে শাশখাই গ্রাম থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। 

সাইদুর রহমান আসাদ/এসপি