নিহত মো. রনি মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মো. রনি মিয়া (৬) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রনি উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের রহিম উদ্দিনের ছেলে। সে কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, গত ২৮ ফেব্রুয়ারি দাতমন্ডল গ্রামের ওরসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ওরসে মাইকিং করে। তারপরও তার সন্ধান না পাওয়ায় নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুটির পরিবার।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, শিশুটি ওরসে গিয়ে নিখোঁজ হয়। তার পরিবারের দাবির প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে। রনির সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের জন্য তাকে হত্যা করে মরদেহ পুকুরে ডুবিয়ে রাখে তারা। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- কুলিকুন্ডা গ্রামের শাহ আলমের ছেলে রিফাত মিয়া (১৩) ও আবুল হোসেনের ছেলে লিটন (১৭)।

বাহাদুর আলম/এমজেইউ