সেপটিক ট্যাংক থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা

বাবা-ছেলে মিলে পরিষ্কার করছিলেন মসজিদের একটি সেপটিক ট্যাংক। সেপটিক ট্যাংকে নামার পর ছেলে আর কোনো উত্তর না আসায় বাবাও তাকে খুঁজতে নিচে নামেন। অতঃপর মিলল বাবা-ছেলের লাশ।

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়া বাগে জান্নাত জামে মসিজদে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পৌর এলাকার মুকুন্দগাতী মধ্যপাড়া মহল্লার হরিজন সম্প্রদায়ের মৃত মনু বাশপের পুত্র হৃদয় (৩৫) ও তার ছেলে বিশাল কম্প (১৭)।

জানা গেছে, পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়া বাগে জান্নাত জামে মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য মঙ্গলবার সকাল থেকে বাবার হৃদয়ের সঙ্গে পুত্র বিশাল কাজ করছিল। বিকেলের দিকে ট্যাংকের ভেতরে বিশাল কাজ করতে নামলে তার আর কোনো সাড়াশব্দ মেলে না।

অনেক ডাকাডাকি করেও যখন সাড়াশব্দ মিলছিল না, ঠিক তখন চিৎকার শুরু করেন বাবা হৃদয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে একপর্যায়ে ছেলেকে উদ্ধার করার জন্য বাবা হৃদয় নিজেই সেপটিক ট্যাংকে নেমে পড়েন। এরপর তারও কোনো সাড়াশব্দ মেলে না।

ফলে নিরুপায় হয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সন্ধ্যার দিকে তাদের লাশ উদ্ধার করে।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নূরে আলম ঢাকা পোস্টকে বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে তাদের লাশ উদ্ধার করে।

শুভ কুমার ঘোষ/এমএসআর