রাজশাহীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীর চারঘাটে দুইটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৫ কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম ওরফে রতন আলী (৩২) রাজশাহীর বাঘার মিরগঞ্জ মোহদীপুরের আবুল হাশেমের ছেলে।
বিজ্ঞাপন
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ জানতে পারে চারঘাটের রাউথা দাড়িপাড়ায় অবৈধ দ্রব্যসহ দুইজন অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে রতনকে গ্রেপ্তার করা হয় এবং অপরজন পালিয়ে যায়। এ সময় রতনের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, একটি ডেবিট কার্ড উদ্ধার করে র্যাব।
র্যাব আরও জানায়, রতন আলীর বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমজেইউ