বগুড়ায় তালা দেওয়া ঘরে আগুনে পুড়ে মারা গেছে দুই সহোদর শিশু/ ঢাকা পোস্ট

বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার যমুনা নদীর বাঁধে ভূতবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম সিয়াম হোসেন (৫) ও  মোস্তাকিম আলী (৩)।  তারা ওই গ্রামের কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম।  

তিনি জানান, লিটন মিয়া টাঙ্গাইল এলাকায় কাঠমিস্ত্রির কাজ করেন। তার স্ত্রী গোলাপি খাতুন তিন ছেলেকে নিয়ে যমুনা নদীর বাঁধে একটি বাড়িতে বসবাস করেন। শনিবার দুপুরের দিকে শিশু সিয়াম ও মোস্তাকিম ঘরে টিভি দেখছিল। তাদের তালা দিয়ে রেখে মা গোলাপি খাতুন যমুনা নদীর চরে ছাগল চরাতে যান। বিকেল ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তাদের ঘরে আগুন লাগে। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। কিন্তু ফায়ার সার্ভিসের কমীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে ২টি ঘর পুড়ে যায়। ঘর তালা মারা থাকায় শিশু সিয়াম ও মোস্তাকিম বের হতে পারেনি। তারা দুজনই আগুনে পুড়ে মারা যায়।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা  হতে পারে।


আলমগীর হোসেন/