মহাদেবপুরে অগ্নিদগ্ধ দুই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

নওগাঁর মহাদেবপুরে অগ্নিদগ্ধ দুই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় সোমবার (১৫ মার্চ) বিকেলে থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, রোববার রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ চম্পা রানী বর্মনের (২৭) মৃত্যু হয়।

চম্পা রানী উপজেলার হাতুড় ইউনিয়নের শালবাড়ী গ্রামের বিদ্যুৎ চন্দ্র বর্মনের স্ত্রী। ১২ ফেব্রুয়ারি দুপুরে রান্না করার সময় পরনের কাপড়ে আগুন লেগে দগ্ধ হন চম্পা। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ বার্ন ইউনিটে এবং পরবর্তীতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এর আগে রোববার দুপুরে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের চকবলরাম গ্রামের নুরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) অগ্নিদগ্ধ হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

মনোয়ারার স্বামী দাবি করেছেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। নিজেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।

তবে প্রতিবেশীদের দাবি, রান্নার সময় পরনের কাপড়ে আগুন লেগে দগ্ধ হয়ে চম্পার রানী মারা গেছেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, দুই গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখবে পুলিশ।

শামীনূর রহমান/এএম